কোরআন পোড়ালে হতে পারে ২বছরের জেল

এবার প্রকাশ্যে কোরআন পোড়ালে হবে ২বছরের জেল। ডেনমার্কের পার্লামেন্টে এমনই  একটি আইন পাশ হয়েছে গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর)।

চলতি বছরে ডেনমার্ক ও সুইডেনে ইসলাম বিরোধীরা কয়েকবার প্রকাশ্যে কোরআন পুড়িয়ে কোরআনের অবমাননা করে। এ ঘটনায় বিশ্বের মুসলিম দেশগুলো তীব্র প্রতিক্রিয়া জানায়। এমন ঘটনা ঠেকাতে দেশ দুটিতে কোরআন পোড়ানো নিষিদ্ধের জন্য আহ্বান জানায় মুসলিম দেশগুলো।

আরো পড়ুন :  টানেলে আটকা শ্রমিকদের উদ্ধারে '৫মিটার' ব্যবধান

আরও পড়ুনঃ বাড়লো হজ্ব নিবন্ধনের মেয়াদ

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন শরিফ পোড়ানো বেআইনি ঘোষণা করে ডেনমার্কের পার্লামেন্টে একটি আইন পাশ হয় যেখানে উল্লেখ করা হয়, এই আইন লঙ্ঘন করলে জরিমানা বা দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

পাশাপাশি, সুইডেনও আইনসম্মতভাবে কোরআনের অবমাননা ঠেকানোর বিষয় বিবেচনা করছে।

আরো পড়ুন :  নারীর চোখ থেকে বের হলো ৬০টি কৃমি

ডেনমার্ক ও সুইডেনের অভ্যন্তরীণ সমালোচকরা মনে করেন, কোরআন পোড়ানো বন্ধসহ ধর্মের সমালোচনা সীমিত করার উদ্যোগ অঞ্চলটির দীর্ঘ লড়াইয়ে অর্জিত উদার স্বাধীনতাকে খর্ব করবে।অন্যদিকে, মধ্যপন্থি জোট সরকার দাবি করেছে, এই নতুন আইনে মুক্ত মতের ওপর প্রভাব খুব সামান্য পড়বে এবং অন্যান্য পন্থায় ধর্মের সমালোচনা বৈধ থাকবে।

Leave a Comment