কুকি বাতিল এর উদ্যোগ নিয়েছে গুগল

থার্ড পার্টি কুকি বাতিলের উদ্যোগ নিয়েছে গুগল। কুকি নিষিদ্ধের অংশ হিসেবে ক্রোম ব্রাউজারে নতুন ফিচারের পরীক্ষা চালাবে প্রযুক্তি জায়ান্টটি। কুকি হলো কিছু বিশেষ ফাইল বা তথ্য ব্যবহার করে বিভিন্ন বিজ্ঞাপনদাতা ইন্টারনেট ব্যবহারকারীদের ব্রাউজিং শনাক্ত করে নির্দিষ্ট বিজ্ঞাপন দেখাতে পারে। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্র্যাকিং প্রটেকশন নামে নতুন ফিচারটি বিশ্বের ১ শতাংশ ক্রোম ব্যবহারকারীর জন্য আসতে চলেছে আগামী জানুয়ারির ৪ তারিখে। যা ক্রস-সাইট ট্র্যাকিং বাতিল করবে বলে জানিয়েছে গুগল। ২০২৪ সালের দ্বিতীয়ার্ধ নাগাদ থার্ড পার্টি কুকির ব্যবহার একেবারেই বাতিল করার পরিকল্পনা রয়েছে প্রযুক্তি জায়ান্টটির।

এই সময়সীমা কোম্পানি নির্ধারণ করেছে যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিযোগিতা নিয়ন্ত্রণ বিষয়ক সংস্থা ‘কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটির (সিএমএ) বিশ্বাস অর্জনের জন্য নেওয়া পদক্ষেপের অংশ হিসাবে। গুগলের কুকি নিষিদ্ধ করার পরিকল্পনাটি নিয়ে তদন্ত করছে সিএমএ। কারণ, এটি ডিজিটাল বিজ্ঞাপন প্রতিযোগিতায় বাধা দেয় কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে সংস্থাটির। পাশাপাশি এই শীর্ষ কোম্পানির সবচেয়ে বড় অর্থ উপার্জনের খাত, বিজ্ঞাপনের ওপরেও সিএমএ’র নজর রয়েছে।

আরো পড়ুন :  নতুন গাড়িতে ১লক্ষ ৪০হাজার টাকার বিশাল ডিসকাউন্ট Tata Motors

কোম্পানিটির ‘প্রাইভেসি স্যান্ডবক্স’ উদ্যোগের অংশ হিসেবে থার্ড পার্টি কুকি বাতিলে গুগলের পরিকল্পনা নিয়ে তদন্ত অব্যাহত থাকবে বলে গত জুন মাসে জানিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতা বিষয়ক কমিশনার মার্গোরেট ভেস্টাগার।

এদিকে বিজ্ঞাপনদাতারা মনে করেন, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজারে কুকি নিষেধাজ্ঞার ফলে তথ্য সংগ্রহ করা ও নির্দিষ্ট বিজ্ঞাপন প্রচার ব্যাহত হবে। পাশাপাশি গুগলের ইউজার ডেটাবেজের ওপর নির্ভরশীল হতে হবে।

আরো পড়ুন :  Xiaomi 2023 সালের ডিসেম্বরে হাইপারওএস বিকাশকারী সংস্করণ প্রাপ্ত ডিভাইসগুলির 2য় ব্যাচ ঘোষণা করেছে (Xiaomi 12S, Redmi K50)

এর আগে সাফারিসহ সব ব্রাউজারেই থার্ড পার্টি কুকি বাতিলের উদ্যোগ নেয় অ্যাপল। ফলে ফেসবুকসহ কুকিনির্ভর সব বিজ্ঞাপন ব্যবসায়ীর আয় উল্লেখযোগ্য হারে কমেছে। অ্যাপল সে সময় কারণ হিসেবে ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তাকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছে।

Leave a Comment