- আগামী বছরের জুন মাসের ২২ তারিখ থেকে শুরু হবে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ আসর, কোপা – আমেরিকা।
যেখানে লড়ায় করবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা,রেকর্ড ১৫ বার এই শিরোপা উদযাপন করেছে,২০২১ সালে ব্রাজিল কে হারিয়ে ৩৪ বছরের ট্রপি খরা কাটিয়েছে আর্জেন্টিনা। সেই সাথে মেসি অর্জন করেছে তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শিরোপা। এর পর ফাইনালিসিমা, এবং সব থেকে বড় অর্জন ২০২২ এর বিশ্বকাপ জয় করেছে মেসির আর্জেন্টিনা।৫ বারের বিশ্ব জয়ী ব্রাজীল, কোপা আমেরিকা ৮ বার অর্জন করেছে। সর্বশেষ ২০১৮ সালে তারা এই শিরোপা ঘরে তুলেছে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে রেকর্ড আর্জেন্টিনার সমান ১৫ বার শিরোপা ছুয়ে দেখেছে। এইবারে আসরে রেকর্ড ১৬ টি দল অংশগ্রহণ করবে।ল্যাতিন আমেরিকা অঞ্চল থেকে ১০ দল,এবং বাকি দল গুলা কনমেবল অঞ্চল থেকে বাচায় পর্ব পার করে আসবে।এবারের আসরের স্বাগতিক দেশ আমেরিকা। আমেরিকা এবারের আসর আয়োজন করতে আছেই। আর এই উপলক্ষে আমেরিকা কোপা- আমেরিকার জন্য তাদের ভ্যানু লিস্ট প্রকাশ করেছে আজ। এবার আসর আমেরিকা ১৪ টি শহরের ১৪ টি মাঠে অনুষ্ঠিত হবে।আগামী কাল ৭ ডিসেম্বর সকালে কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হবে মিয়ামিতে।
কোপা আমেরিকার সম্ভব ভ্যানু গুলো হল,
Las Vegas,neveda
Arlington, Texas
Charlotte, North Carolina
Kansas City, Kansas
Orlando, Florida
Kansas City, Missouri
Miami Gardens, Florida
Santa Clara, California
Atlanta, Georgia
East Rutherford, New Jersey
Houston, Texas
Austin, Texas
Inglewood, California
Glendale, Arizona