কলকাতার ইডেন গার্ডেনসে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে , অষ্টমবারের মতো বিশ্বকাপের ফাইনালে নাম লিখিয়েছে অস্ট্রেলিয়া।
টস হেরে বল হাতে অস্ট্রেলিয়া প্রথম ছয় ওভারের মধ্যেই বাভুমা ও ডি কককে ফিরিয়ে দেয় , ১২ ওভারের মধ্যে ফেরেন তিনে নামা রেসি ফন ডার ডুসেন ও চারে নামা এইডেন মার্করাম। বিপর্যয়ের এমন সময় থেকে বাকি পথটা মিলারই টেনে নেন দলকে। নিজেও তুলে নেন একটি শতক।
তবে মিলারের একার এই লড়াই দলকে ২০০-র ঘরে নিয়ে গেলেও শেষ পর্যন্ত জয়ের জন্য সেটা যথেষ্ট হয়নি।
লক্ষ্য হিসেবে ২১৩ রান তাড়া করতে নেমে অজিদেরও হাঁসফাস করতে হয়েছে। রীতিমত ব্যাটসম্যানদের চাপে ফেলে দিয়েছিল বোলাররা। ৭ উইকেট তুলে নিলেও অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের অপরাজিত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৩ উইকেটের জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা।
আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবেন অজিরা। বিশ বছর পর বিশ্বকাপের ফাইনালে দেখা যাবে ভারত–অস্ট্রেলিয়ার লড়াই।