“ফেব্রুয়ারিতেই শুরু তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা”
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা আগামী ফেব্রুয়ারিতে দুই পর্বে অনুষ্ঠিত হবে। ১৫ নভেম্বর ২০২৩ ( বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
মাওলানা জোবায়ের এর অনুসারীরা প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় অংশগ্রহন করবেন। তিন দিনের প্রথম পর্বের ইজতেমা ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন, সৈয়দ ওয়াসিফুল ইসলামের অনুসারীরা। ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৯৬৭ সাল থেকে তুরাগ নদের তীরে টঙ্গীর বিশাল ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।
প্রখ্যাত আলেম মাওলানা সাদের একটি বক্তব্যকে কেন্দ্র করে ২০১৮ সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে দুই গ্রুপ দুই পর্বে ইজতেমায় অংশ গ্রহন করেন।
আরো পড়ুন: হাই আসে শয়তানের পক্ষ থেকে | জেনে নিন হাই তোলার অপকারিতা ও করণীয়
গাজায় আল শিফা হাসপাতালে ইসরায়েলী সেনা, জরুরি বিভাগ ও প্রসূতি ওয়ার্ডেও হামলা