ঢাকায় ফিরছে শাকিব খানের ‘দরদ’

প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করছেন ঢালিউডের শীর্ষ নায়ক ঢাকায় ফিরেছে শাকিব খান।

এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান। পরিচালনা করছেন বাংলাদেশি নির্মাতা অনন্য মামুন। আজ শুক্রবার ১৭নভেম্বর সিনেমাটির ভারতীয় অংশের শুটিং সম্পন্ন হয়েছে।

বিষয়টি কিছু গনমাধ্যমকে  নিশ্চিত করেছেন অনন্য মামুন। জানালেন, পরবর্তী শুটিং হবে ঢাকায়। তবে কোথায়-কখন শুটিং হবে এ বিষয়ে এখনই জানাতে নারাজ নির্মাতা। ঢাকায় ফিরছে শাকিব খানের দরদ মুভি।

সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে অনন্য মামুন বলেন,

শেষ হলো দরদের ভারতের শুটিং… শাকিব ভাইয়ের দরদে ডুবে থাকা। আমার টিমের কঠোর পরিশ্রম আর কামাল কিবরিয়া লিপু ভাইয়ের যুদ্ধ।

শুটিং শেষে পুরো টিম একত্রিত হয়ে কেক কাটার মাধ্যমে তাঁদের এ যাত্রা শেষ করে ঢাকায় ফিরছে শাকিব খান। এর আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে শাকিব খান ও সোনাল চৌহানের একটি ছবি পোস্ট করেন অনন্য মামুন। জানা যায়, সিনেমাটির একটি গানের দৃশ্য এটি। জাহিদ আকবরের কথায় গানটি গেয়েছেন সংগীতশিল্পী বালাম। দৃশ্যধারণ হয়েছে ভারতেই।

আরো পড়ুন :  ৭ দিনে কত আয় করলো অ্যানিমেল?

এছাড়া, এরইমধ্যে শুটিং সেটে ধারণকৃত সিনেমাটির বেশ কিছু দৃশ্য প্রকাশ্যে এসেছে। যেখানে শাকিব খানের সঙ্গে নজর কেড়েছে সোনালের রসায়ন। এ সিনেমায় সুপারস্টারকে দেখা যাবে ১০টির বেশি লুকে।

আরো পড়ুন: অডিওতে অপুর গলা! চলছে ষড়যন্ত্র। প্রশ্নতে বুবলীর দাবি

প্রসঙ্গত, সাইকো থ্রিলার রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিতব্য সিনেমা ‘দরদ’। এতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, আলোক জৈন, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।

আরো পড়ুন :  কাজল আরেফিন অমির প্রথম চলচ্চিত্র, ময়লার ভাগাড়ে ফটোশুট!

দরদ মুভিটি বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় রয়েছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ। আগামী বছরের ২ ফেব্রুয়ারি এটি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগুসহ ৬টি ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে

Leave a Comment