বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের সিনেমা ‘ডানকি‘ মুভি। ভারতের সহ সারা বিশ্বের সাথে একইদিনে ২১ ডিসেম্বর বাংলাদেশেও মুক্তি পাবে শাহরুখের ডানকি মুভি। আজ সোমবার (১৮ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয় থেকে মৌখিক ভাবে অনুমতি পেয়েছে ছবিটি।
বাংলাদেশে ডানকি মুভি (Dunki Movie) এর পরিবেশক অনন্য মামুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ ডানকি সিনেমা মুক্তির মৌখিক অনুমতি পেয়েছি। মঙ্গলবার লিখিত অনুমতি পাব।
আগামী ২১ ডিসেম্বর রাজকুমার হিরানি পরিচালিত ডানকি dunki সিনেমাটি ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে।
তাই একইদিনে বাংলাদেশেও ছবিটি মুক্তি দেয়ার চেষ্টা করতেছি বলে জানান অনন্য মামুন। সেই ধারাবাহিকতায় তথ্য মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমতি পেলেন তিনি।
আগামী বৃহস্পতিবার বাংলাদেশের সেন্সরে জমা পড়বে ডানকি মুভি (dunki movie)। সবকিছু ঠিক থাকলে ২১ ডিসেম্বর বলিউডের সঙ্গে একযোগে সিনেমাটি মুক্তি পাবে। বাংলাদেশেও মুক্তি পাবে শাহরুখের ডানকি মুভি
রাজকুমার হিরানি পরিচালিত ডানকি সিনেমার প্রযোজনা করেন গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। ডানকি মুভি dunki movie যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অদিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি।
Dunki full movie, dunki movie, dunki full movie in Hindi, dunki full movie in Tamil, dunki full movie in Telugu, Dunki full movie download, dunki 2023 full movie download, dunki movie download, ডানকি মুভি, ডানকি ফুল মুভি, ডানকি ফুল মুভি ডাউনলোড, শাহরুখ খানের নতুন মুভি, শাহরুখ খান, নতুন মুভি, নতুন মুভি ডাউনলোড, শাহরুখ খানের ডানকি মুভি, শাহরুখ খানের ডানকি মুভি ডাউনলোড,