অডিওতে অপুর গলা! চলছে ষড়যন্ত্র। প্রশ্নতে বুবলীর দাবি

কিছুদিন আগেই গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট প্রকাশ হয়। সেখানে দাবি করা হয় তাপস ও বুবলীর সম্পর্কের কথা। পরে অবশ্য মুন্নীর পক্ষ থেকে জানানো হয় ফেসবুক আইডি হ্যাকড হয়েছিল তার। হ্যাকাররাই ওই পোস্ট দিয়েছিল।

বুবলীও দাবি করেন, তার ক্যারিয়ার ধ্বংস করতে একটি মহল ষড়যন্ত্র করছে। তার ইমেজ নষ্ট করতে নানা গুঞ্জন ছড়ানো হচ্ছে তার নামে। সেইসব ষড়যন্ত্রকারীদের হেদায়েতও কামনা করেন বুবলী।অডিওতে অপুর গলা

এবার সেই আলোচনায় নতুন করে ঘি ঢাললো একটি অডিও। যেখানে মুন্নী ও অপু বিশ্বাসের কথোপকথন রয়েছে। সেখানেও দাবি করা হয় তাপস ও বুবলীর মধ্যে অবৈধ প্রেম চলছে।

আরো পড়ুন :  ২১ ডিসেম্বর বাংলাদেশেও মুক্তি পাবে শাহরুখের ডানকি মুভি

আরো পড়ুন: ভালোবাসা দিবসে মুক্তি পাবে ‘নাকফুল’

এই অডিও প্রসঙ্গে বুবলী বলেন, ‌‘আমাকে নিয়ে যদি কারও এতো সমস্যা থাকে তাহলে অফিসিয়ালি কথা বলুক, প্রমাণসহ কথা বলুক। তখন আমিও আমার কাজের সমস্ত প্রমাণসহ ডেট নিয়ে অফিসিয়ালি কথা বলব। সাংবাদিক সম্মেলন করে এবং আইনানুগ ব্যবস্থা নেব।’

বুবলী প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘এতো লুকোচুরি করছে কেন? একবার জানানো হচ্ছে আইডি হ্যাকড করা হয়েছে, আরেকবার সেই আইডি স্ট্যাটাস ডিলিট করা হয়েছে, আবার কিসের কী অডিও ফাঁস বলা হচ্ছে, সেই অডিও আবার একজনের কথা দিয়ে এক তরফা এডিট করা। অপর পাশে কারা কী কথা বলছে কিংবা কারও দ্বারা ম্যানিপুলেট করা কি না তাও বোঝা যাচ্ছে না। কোনো কনভারসেশনে শুধু একজনের কথা যেখানে রাখা হয় সেখানে কী উদ্দেশ্য থাকে? আপনারাই বলুন। এমনকি অডিওতে মিম, পরী, মাহি কারও সঙ্গে কথা হলো না, শুধু অপু বিশ্বাসের সঙ্গেই কথা হলো?

আরো পড়ুন :  ‘তুফান’ আসছে ঈদে, ঘোষণা দিলেন শাকিব

ব্যাপারগুলো এতো পরিকল্পিত যে আমার বুঝতে বাকি নেই কী নোংরামো হচ্ছে! আমার সন্তান শেহজাদকে সামনে আনার পর থেকে আমার সঙ্গে যা যা হচ্ছে সব আর্কাইভে আপনাদের দেখার অনুরোধ থাকল। আমি শুধু অফিসিয়াল স্টেটমেন্টের জন্য অপেক্ষা করছি। তখন এই সমস্ত সব কিছুর উত্তর দেব প্রমাণসহ। যারা এসব মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে, প্রত্যেকবার তাদের প্রত্যেককে আমি চিহ্নিত করছি।

Leave a Comment