এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
আজ রোববার বিকেল সোয়া চারটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ-তে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।
আরও পড়ুনঃপদদলিত হয়ে চার শিক্ষার্থীর মৃত্যু
নৌকা প্রতীকে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাকিব আল হাসান। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এর আগে শনিবার (১৮ নভেম্বর) সাকিব আল হাসান ঢাকা-১০, মাগুরা-১ ও ২ আসনের জন্য জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
বর্তমান জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুজ্জামান মাগুরা–১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামানের ভাই। তাঁদের বাবা মো. আছাদুজ্জামান দীর্ঘদিন মাগুরা–২ আসনের সংসদ সদস্য ছিলেন। ১৯৯৪ সালে আছাদুজ্জামানের মৃত্যুর পর উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হন শফিকুজ্জামান। ওই নির্বাচনে পরাজিত হন তিনি। তবে ব্যাপক কারচুপির অভিযোগ তোলে আওয়ামী লীগ।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ প্রথম আলোকে বলেন, অনেকেই মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে অনেকেই দলের দীর্ঘদিনের পরীক্ষিত কর্মী। দলীয় প্রধান যাঁকে মনোনয়ন দেবেন, তাঁর জন্যই এখানে আওয়ামী লীগের নেতা–কর্মীরা কাজ করবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।