বাংলাদেশে আজ ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সঙ্গে বয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও কিছুটা কমবে।
আরো পড়ুন: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৪০ কোটি ডলার ঋণ অনুমোদন
রাজধানীসহ সারা দেশে বইছে হিমেল হাওয়া। ফলে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সারা দেশেই কম-বেশি বৃষ্টি হয়, বয়ে যায় ঘণ্টায় ৬০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। মূলত তার পর থেকেই বেড়েছে শীতের তীব্রতা।
আবহাওয়াবিদ মো.মনোয়ার হোসের স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশের আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকবে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ ছাড়া চলতি মাসের মাঝামাঝি দেশের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে। বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহও।